Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়িকাদের অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে-রোজিনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

পরীমনি কান্ডে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে বেশ তোলপাড় চলছে। চলচ্চিত্রের বাইরে তার জীবনাচার নিয়ে সমালোচনা হচ্ছে। একজন শিল্পীর দায়িত্ব কি এবং তাকে কিভাবে শিল্পীসত্ত্বা টিকিয়ে রাখতে হয়, এ নিয়েও অনেকে কথা বলেছেন। চিত্রনায়িকা রোজিনা বলেন, চলচ্চিত্রে যারা শিল্পী বিশেষ করে নায়িকা তাদের অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। নিজের নিরাপত্তার জন্য, ক্যারিয়ারের জন্য শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতে হবে। তার পেশাগত কাজকে ভালোবাসতে হবে। কাজকে শ্রদ্ধা করতে হবে। পয়সার পেছনে দৌড়ালে শিল্পী হওয়া যায় না। শিল্পী হলে এমনিতেই যশ, খ্যাতি আসে। তিনি বলেন, চলচ্চিত্র শিল্প-সংস্কৃতির বড় মাধ্যম। মানুষ চলচ্চিত্র দেখতে পছন্দ করে। এ অঙ্গণের মানুষের প্রতি তাদের আলাদা আগ্রহ থাকে। ফলে প্রত্যেক শিল্পীকেই অত্যন্ত সতর্কতার সাথে জীবনযাপন করতে হয়। আমি শাবানা, কবরী, ববিতা ম্যাডামদের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে সিনেমায় এসেছি। সবসময় তাদের অনুসরণ করেছি। এই মাধ্যমে ভালোবেসে কাজ করতে এসেছি। কাজের প্রতি নিবেদিত ছিলাম। সবসময় সিনেমার কাজের মধ্যেই ডুবে থাকতাম। বাইরের জগতে কি হচ্ছে জানতাম না। শুটিং নিয়েই ব্যস্ত থেকেছি। কখন সকাল হয়েছে, কখন বিকেল হয়ে রাত হয়ে গেছে টের পেতাম না। সকালে এফডিসি আছি তো বিকেলে আউটডোরে চলে গেছি। এভাবে কাজের মধ্যে ডুবে থেকে জীবন কাটিয়েছি। তিনি বলেন, একজন শিল্পীকে তার দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন থাকতে হয়। সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এমন কাজ থেকে দূরে থাকতে হয়। রোজিনা বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। করোনার কারণে বাসা থেকে খুব কম বের হন। বাসায়ই সিনেমা দেখে বই পড়ে সময় কাটান। লকডাউনের আগে তার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ফিরে দেখা’র বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ করেছেন।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৬ আগস্ট, ২০২১, ১২:৫৫ এএম says : 0
    আমি এই বেইমানরে দেখতে চাই না,আমি একজন রিকসা চালক আজ এই রেজিনা কে দেখে মনে কষ্ট আসলো আমি তাকে বিয়ে করে সুখী হতে চাইয়াছি কিন্তু সে আমাকে রেখে অন্যের সাথে বেগে গিয়ে আজ সুখে আছে।আমি এখনও তাকে বুলি নাই এবং তালাক ও দি নাই।তবে আমি ইনসআললাহ জাহাননাম থেকে দুরে আছি।দোয়া করবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজিনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ