গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার (১৫ আগস্ট) এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু’র নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
নেতৃবৃন্দের মধ্যে এফবিসিসিআই’র সহ-সভাপতি আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, এম. এ. রাজ্জাক খান, পরিচালক রেজাউল করিম রেজনু, দিলীপ কুমার আগারওয়ালা, মো. আবু নাসের, আবুল কাসেম খান, কে. এম. আখতারুজ্জামান, মো. নিজাম উদ্দিন, আবু হোসেন ভুঁইয়া (রানু), প্রীতি চক্রবর্তী, এম. জি. আর নাসির মজুমদার, ড. নাদিয়া বিনতে আমীন, আসলাম সেরনিয়াবাত, ড. ফেরদৌসি বেগম, সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।