Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবসে : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১০০ কোরআন খতম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২১, ৩:৪২ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ বাদ যোহর ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বারকোরআন খতম সম্পন্ন করা হয়েছে। কোরআন খতম শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. নূরুল ইসলাম পিএইচডি। অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ (উপ-সচিব), ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল  মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।  এছাড়া আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডীর ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অন্যদিকে আজ সারাদিন ব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিক মিশনের ৫০ টি শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

RvZxq †kvK w`e‡m-----

evqZzj †gvKviig RvZxq gmwR‡`

100 †KviAvb LZg

÷vd wi‡cvU©vi 

RvwZi wcZv e½eÜz †kL gywReyi ingv‡bi 46 Zg kvnv`vZevwl©Kx I RvZxq †kvK w`em  Dcj‡¶ BmjvwgK dvD‡Ûk‡bi D‡`¨v‡M evqZzj †gvKviig RvZxq gmwR‡` AvR ev` †hvni 100 Rb †KviAv‡b nv‡d‡Ri gva¨‡g 100 evi†KviAvb LZg m¤úbœ Kiv n‡q‡Q| †KviAvb LZg †k‡l RvwZi wcZv I Zvui cwiev‡ii knx` m`m¨‡`i iƒ‡ni gvMwdivZ Kvgbv K‡i we‡kl †`vqv I †gvbvRvZ Kiv nq| G Abyôv‡b cÖavb AwZw_ wn‡m‡e Dcw¯’Z wQ‡jb ag© cÖwZgš¿x †gv. dwi`yj nK Lvb Ggwc Ges we‡kl AwZw_ wn‡m‡e Dcw¯’Z wQ‡jb ag©mwPe †gv. b~iæj Bmjvg wcGBPwW| Ab¨v‡b¨i g‡a¨ BmjvwgK dvD‡Ûk‡bi gnvcwiPvjK W. †gv. gykwdKzi ingvb (AwZwi³ mwPe), gmwR`wfwËK wkï I MYwk¶v Kvh©µg cÖK‡íi cwiPvjK dviæK Avn‡¤§` (hyM¥ mwPe), cÖwZwU †Rjv I Dc‡Rjvq GKwU K‡i †gvU 560 wU g‡Wj gmwR` I BmjvwgK mvs¯‹…wZK †K›`ª ¯’vcb cÖK‡íi cwiPvjK †gv. bwReyi ingvb, BmjvwgK dvD‡Ûk‡bi mwPe †gvnv¤§` Ave`yj Kv‡`i †kL (Dc-mwPe), BmjvwgK dvD‡Ûk‡bi cwiPvjKe„›` I Kg©KZ©v-Kg©Pvwiiv Dcw¯’Z wQ‡jb|  †`vqv I †gvbvRvZ cwiPvjbv K‡ib evqZzj  †gvKviig RvZxq gmwR‡`i wmwbqi †ck Bgvg gydwZ gvIjvbv †gv. wgRvbyi ingvb|  GQvov AvR mKv‡j BmjvwgK dvD‡Ûk‡bi c¶ †_‡K avbgÛxi 32 b¤^‡i RvwZi wcZvi cÖwZK…wZ‡Z cy®ú¯ÍeK Ac©Y Kiv nq| Ab¨w`‡K AvR mvivw`b e¨vcx BmjvwgK dvD‡Ûk‡bi AvMviMvuI¯’ cÖavb Kvh©vjq, evqZzj †gvKviig WvqvMbw÷K †m›Uvi I BmjvwgK wgk‡bi 50 wU kvLvq webvg~‡j¨ wPwKrmv‡mev cÖ`vb Kiv n‡”Q|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস

১৫ আগস্ট, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ