গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর এলজিইডি ভবনে বঙ্গবন্ধুর মূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান।
আজ রোববার (১৫ আগস্ট) সকালে এলজিইডি ভবনে বঙ্গবন্ধুর মূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর কোরআন তেলায়াত করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে নিহতদের বেহেস্ত নসীব করার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
মোনাজাতে প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলীবৃন্দ, তত্ত্ববধায়ক প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীবৃন্দসহ এলজিইডির সকল স্তরের কর্মকর্তারা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।