Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধকল্পে সমাবেশ

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে স্থানীয় মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইভটিজিং, নারী নির্যাতন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, পৌর মেয়র বেলাল হোসেন, থানার ওসি নজরুল ইসলাম, তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, মিজানুর রহমান খান সেলিম, আলহাজ্ব ফজলুল হক, চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম, শাহ্ মোহাম্মদ আব্দুল খালেক প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদ থেকে প্রায় ৪ লক্ষ টাকা বৃত্তি প্রদান করেন।
মহিলাসহ আটক ৭
দুপচাঁচিয়া থানা পুলিশ শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় এক মহিলা সহ ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, মাদক মামলায় উপজেলার তালোড়া মেঘা গ্রামের আব্দুস সামাদের স্ত্রী জাহানারা বানু (৩৫), সন্দেহজনক তেঁতুলিয়া গ্রামের জাহিদুল ইসলামের পুত্র মাসুদ (২৫), সামছুল ইসলামের পুত্র নাইচ (৩০), রকিব উদ্দিন শেখের পুত্র জিল্লুর রহমান (৩৫), মাটিহাঁস গ্রামের আজিজুর রহমানের পুত্র আলীম (২৮), ইসলামপুর গ্রামের মৃত মোস্তফার পুত্র পলাশ (৩৫)। এ ছাড়াও গ্রেপ্তারী পরোয়ানামূলে দুপচাঁচিয়া কুন্ডুপাড়ার নুরুল ইসলাম লজেন্সের পুত্র আব্দুর রহিম (৩১)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইভটিজিং

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ