Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় এক বখাটেকে জরিমানা উথান মন্ডল

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ২:১৭ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে আনিচুর শেখ (২৩) নামের এক যুবককে ৩ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেছেন মোবাইল কোর্ট। সোমবার (৬ই জুলাই) নাজিরপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এ আদালত পরিচালনা করেন। দন্ডিত আনিচুর শেখ (২৩) নাজিরপুর উপজেলার শেখমটিয়া ইউনিয়নের রামনগর বাবুরহাটের ছরোয়ার শেখ এর ছেলে। জানা যায় গত ১৭ ই জুন দশম শ্রেনির ছাত্রী একই ক্লাসের মিম নামের তার এক বান্ধবির বাড়িতে একটি নোট আনতে যায়। বান্ধবির নিকট হইতে নোট নিয়ে টেম্পুযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং রামগনর রাস্তার মোড়ে নামার পরে পাশেই সাইকেল রিক্সার গ্রেজ এর ব্যবাসায়ী আনিচুর শেখ দোকান থেকে বাহির হইয়া ওই ছাত্রীকে ঝাপটাইয়া ধরার চেষ্টা করে। তখন ছাত্রীটি বাড়িতে গিয়ে তার মা বাবাকে বিষয়টি জানালে তারা নাজিরপুর এসে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আনিচুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে দন্ডিত ইভটিজার উপজেলা নির্বাহী অফিসারের অফিসে স্ব-শরিরে হাজির হইলে ভ্রাম্যমান আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওবায়দুর রহমান তার অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ বখাটেকে দন্ডাদেশ দেয়। এ সময় বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতে নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার জানান ইভটিজিং এর অভিযোগ ওই ছেলের বিরুদ্ধে প্রমানিত হওয়ায় এ দন্ডাদেশ দেওয়া হয়েছে। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



 

Show all comments
  • Apu baral ৬ জুলাই, ২০২০, ২:৪৭ পিএম says : 0
    আরো বেসি জরিপানা করা লাগতো,,, আর জেল দেওয়া লাগতো
    Total Reply(0) Reply
  • মনোজ মন্ডল ৬ জুলাই, ২০২০, ২:৫৬ পিএম says : 0
    বখাটে আনিচুরের ছবি প্রকাশ করলে আরো ভাল হত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইভটিজিং

১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ