মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাস্ককে গুডবাই
ইনকিলাব ডেস্ক : ডেনমার্কের নাগরিকদের গণপরিবহন ব্যবহারের সময় আর মাস্ক পরতে হবে না। শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে নরডিক দেশটি করোনার সর্বশেষ বাধ্যতামূলক বিধিনিষেধটি প্রত্যাহার করে নিলো। যোগাযোগমন্ত্রী বেনি এঞ্জেলব্রেখট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন এমন পরিস্থিতিতে রয়েছি...যেখানে জনগোষ্ঠীর বৃহৎ অংশ টিকা পেয়েছে এবং আমরা আরও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছি।’ তিনি বলেন, ‘আমরা বাস, ট্রেন ও মেট্রোতে মাস্ককে বিদায় বলতে পারব।’ রয়টার্স।
ভারতে টুইটার
ইনকিলাব ডেস্ক : ভারতে মারাত্মক আইনি এবং রেগুলেটরি সঙ্কটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এর প্রেক্ষিতে ভারতে তাদের পরিচালক মানিশ মহেশ্বরীকে বদলি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। সেখানে তিনি নতুন দায়িত্ব পালন করেন। সঙ্গে সঙ্গে এই পদটিরও ইতি ঘটেছে। ফলে ভারতে টুইটারের কার্যক্রম দেখাশোনা করার জন্য গঠন করা হয়েছে একটি ‘লিডারশিপ কাউন্সিল’। টুইটারের সিনিয়র কর্মকর্তা কণিকা মিত্তাল ও নেহা শর্মা কাতিয়াল এখন ভারতে টুইটারের ‘সেলস’ বিষয়ে নেতৃত্ব দেবেন। রয়টার্স।
৫ শিশু নিহত
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যামেরন সীমান্তবর্তী শহর নগালার উপকণ্ঠে গ্রেনেড বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। তারা অব্যবহৃত ওই গ্রেনেড নিয়ে খেলা করছিল। শুক্রবার মিলিশিয়া বাহিনীর সদস্যরা একথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। জিহাদি বিরোধী মিলিশিয়াম্যান উমর কাচাল্লা বলেন, ‘এ শহরের উপকণ্ঠে একটি মাঠে একত্রে চলার সময় ওই পাঁচ শিশু গ্রেনেডটি পায় এবং তা নিয়ে তারা খেলা করার সময় দুর্ঘটনাবশত তাদের হাতেই এটির বিস্ফোরণ ঘটে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।