বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা লঞ্চঘাটের পল্টুনটি ডুবে গেছে। দু’ দিন ধরে পল্টুন ডুবে থাকায় ভোগান্তি বেড়েছে নদীপথে চলাচলকারী প্রতিদিনের শত শত লঞ্চ যাত্রীদের। এ পর্যন্ত এটি উদ্ধারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
উপজেলার পানগুছি নদীর তীরবর্তী ৬টি লঞ্চ ঘাটের মধ্যে ফুলহাতা বাজার সংলগ্ন লঞ্চ ঘাটটি গুরুত্বপূর্ণ। এ ঘাট থেকে প্রতিদিন শত শত মানুষ উঠানামা করেন। জেলা সদরসহ মোরেলগঞ্জ সদর, জিউধরা, বহরবুনিয়া ইউনিয়ন ও বিভিন্ন গ্রামের লোকজন নদীপথে যাতায়াতের জন্য এ ঘাটটি ব্যবস্থার করে। তাছাড়া বিভিন্ন এলাকা থেকে আসা মালামালবাহী ট্রলার এ ঘাট ব্যবহার করে। অন্যদিকে, মোরেলগঞ্জ সদর থেকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন ইউনিয়ন বহরবুনিয়া। বৃষ্টির সময় নদী পথে লঞ্চ, ট্রলারযোগে এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। পল্টুন ডুবে যাওয়ায় এসব যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান টিএম রিপন জানান, সম্ভবত: পল্টুনের তলদেশ লিকেজ হয়ে দু’দিন আগে ডুবে গেছে। যার কারণে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। পল্টুনটি দ্রুত পুনঃস্থাপনের দাবি জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।