Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনিকে নিয়ে শিল্পী সমিতির আচরণে বিস্মিত নায়ক শাকিব খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২১, ৬:০৪ পিএম

ঢাকাই সিনেমার কিং খ্যাত চিত্রনায়ক শাকিব খান বলেন, পরীমনি ইস্যুতে ‘শিল্পী সমিতির আচরণ তাকে হতবাক ও বিস্মিত করেছে’। আজ শনিবার সকালে তিনি বলেন, 'একজন সহকর্মী হিসেবে যতটা জেনেছি, পরীমনি বাবা-মা হীন একটি অসহায় মেয়ে। তার বেড়ে ওঠার সঙ্গে আর দশটা তরুণ-তরুণীর বেড়ে ওঠার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তার স্ট্রাগল এবং আর দশটা মানুষের স্ট্রাগল এক হবে না। হয়তো অভিভাবকের অভাবেই অনেক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি।'

 

শাকিব খান বলেন, 'যারা পরীমনিকে বিপথে নিয়ে গেছে, তাদেরকেও খুঁজে বের করা উচিত। ৩০টির বেশি সিনেমার সঙ্গে তিনি জড়িত বলে জানতে পেরেছি। তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা। কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে, তাদেরও আয়ের উৎস খুঁজে বের করা উচিত।'

 

সহশিল্পী হিসেবে আশা রাখি, পরীমনির ক্ষেত্রে আইন তার স্বকীয়তা বজায় রাখবে। পরীমনি যখন ফিরবে, তার ভুল থেকে শিক্ষাও নেবে। যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।' তিনি আরো বলেন, 'খেয়াল করছিলাম, অপেক্ষাও করছিলাম। প্রত্যাশা ছিল, বিপরীতে বেড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গত কয়েকদিন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থেকে শুক্রবার আদালতের নির্দেশে পরীমনিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।'



 

Show all comments
  • Foyjul Islam ১৪ আগস্ট, ২০২১, ৮:০২ পিএম says : 0
    রতনে রতন চেনে আর........
    Total Reply(0) Reply
  • মোঃ আকতার হোসেন মীর ১৪ আগস্ট, ২০২১, ৯:৫০ পিএম says : 0
    আপনার ঘুম ভেঙ্গেছে তবে দেরিতে ।
    Total Reply(0) Reply
  • মোঃ ইব্রাহীম মোঃ ইব্রাহীম খলিল ১৫ আগস্ট, ২০২১, ১:৫০ এএম says : 0
    শাকিব খানের লজ্জা লাগে নাই পরীমনির ব্যপারে। তাই শাকিব খান পরীমনির পক্খ নিয়ছেন। আর সমিতি পরীমনির ব্যপারে লজ্জা পেয়েছে, তাই পরীমনিকে সমিতি থেকে বহিষ্কার করেছে। এবার শাকিবের বিবেক আর সমিতির সদস্যদের বিবেক কে তুলনা করা যাক। কার বিবেক স্বচ্ছ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ