Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মসজিদে বক্তব্য রাখলেন নোয়াখালীর ৯ থানার ওসি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৬:৫২ পিএম

সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে নোয়াখালী জেলার ৯টি উপজেলার মসজিদে এক যোগে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বয়ান করেন ৯টি থানার ওসি। শুক্রবার জুমার নামাজের সময় জেলার ৯টি উপজেলার বিভিন্ন মসজিদে এ বয়ান করেন তারা।

বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী বড় মসজিদে বক্তব্য রাখেন বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার। তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, করোনায়, কিশোর গ্যাং, মাদক, বাল্য বিবাহ রোধে সকলের দায়িত্ব পালন করা উচিত। এ সময় তিনি সকল অনাচার রোধে সর্ব স্তরের মানুষকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান এবং দায়িত্বহীনতার ভয়াবহতা সম্পর্কেও আলোচনা করেন।

অপরদিকে, সেনবাগের সেবারহাট জামে মসজিদে বিকাশ প্রতারণা, মোবাইল গেমিং, সন্ত্রাস, কিশোর অপরাধ নিয়ে আলোচনা করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।

এছাড়াও সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুর পাটোয়ারী হাট কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য রাখেন সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন। তিনি তুলে ধরেন, জঙ্গীবাদ, ফেসবুকে গুজব, ইভটিজিং সম্পর্কে।

এদিন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার কোম্পানীগঞ্জ থানা মসজিদে সন্ত্রাস, জঙ্গীবাদ, সামাজিক অবক্ষয় রোধে সকলের করণীয় সম্পর্কে আলোচনা করেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নিজ নিজ অবস্থানে থেকে সচেতন থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন তিনি। এছাড়াও এলাকায় কোনো ধরনের অপরাধ, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ যে কোনো অবৈধ কার্যকলাপ সংঘটিত হলে সরাসরি থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।

এ সময় চরজব্বার থানার ওসি জিয়াউল হক, হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম, চাটখিল থানার ওসি আবুল খায়ের, সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলাম, কবিরহাট থানার উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব একই সময়ে নিজ থানা এলাকার মসজিদে সামাজিক জনসচেতনতা সৃষ্টির লক্ষে বয়ান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ