Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর ও গাজীপুরের কালিয়াকৈরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম বলেন, সকালে শামীম তার মোটরসাইকেল নিয়ে সুলতানপুরে বোনের বাড়িতে যায়। দুপুরে বোনের বাড়ি থেকে ফেরার পথে রাধিকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শামীম মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দিনাজপুর অফিস জানায়, পুনরায় বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট নবায়ন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী ফেরত আবদুর রহিম মিন্টু চৌধুরীর। গতকাল চিরিরবন্দর সড়কের কিষান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিন্টু মোটর সাইকেল নিয়ে চিরিরবন্দর থেকে দিনাজপুর আসছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহতের বাড়ি চিরিরবন্দর উপজেলার ৮ দক্ষিণ পলাশবাড়ী গ্রামে। কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাপায় হুমায়ুন আহম্মেদ নামে এক পোশাক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাড়ইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ময়মসিংহ জেলার ফুলপুর থানার হাবিবুর রহমানের ছেলে। সে স্থানীয় ডিভাইন টেক্সটাইল কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ