মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বড় স্বপ্নের প্রকল্প ছিল জিও ইমেজিং উপগ্রহ জিস্যাট-১। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৫টা ৪৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। তবে এটি পুরোপুরি সফল হয়নি।
ইসরো চেয়ারম্যান কে সিভান বলেছেন, ক্রোয়োজেনিক স্টেজে ত্রæটি রয়েছে। ফলে উপগ্রহটিকে কক্ষপথে বসানো যায়নি। ২০১৭ সাল থেকে পরপর ১৪টি সফল মিশন হয়েছে ইসরোর হাত ধরে। ভারতীয় গণমাধ্যম বলছে, ২০১৭ সালের পর এটাই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রথম ব্যর্থতা। জিএসএলভি-এফ১০ রকেটে জিস্যাট-১ স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়। জানা গেছে, ভয়াবহ বন্যা, প্রাকৃতিক দুর্যোগের খবর যাতে অনেক আগে থেকে পাওয়া যায়, সেই জন্যই জিস্যাট-১’র মতো শক্তিশালী উপগ্রহকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে ভারত।
জিস্যাট-১ প্রত্যহ দিন ও রাতে ৪ থেকে ৫ বার পৃথিবীকে প্রদক্ষিণ করবে। উপগ্রহে রয়েছে ৬টি ব্যান্ডের অনেকগুলো ইমেজিং সেন্সর। আগামী দুই বছরের মধ্যে আকাশযান, চন্দ্রযান-৩ এবং ভারতের প্রথম সৌর অভিযানেরও পরিকল্পনা করছে ইসরো। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।