Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে ৮২ স্যাটেলাইট পাঠাবে ইসরো

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মহাকাশে উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে এবার রেকর্ড গড়তে যাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থাটি একসঙ্গে বিভিন্ন দেশের ৮২টি উপগ্রহ মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ১৫ জানুয়ারি ওই ৮২টি উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে। ওই উপগ্রহের মধ্যে ৬০টি যুক্তরাষ্ট্রের, ২০টি ইউরোপের বিভিন্ন দেশের ও দুটি ব্রিটেনের। গত ২২ জুন একসঙ্গে ২০টি উপগ্রহ মহাকাশে পাঠায় ইসরো। ইসরোর এই ঐতিহাসিক মিশনে ব্যবহার করা হবে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস এক্সএল। উৎক্ষেপণের ২০-২৫ মিনিটের মধ্যেই ওইসব উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে। এ ছাড়াও ২০১৮ সালের ডিসেম্বরে ইসরো দ্বিতীয় চন্দ্রাভিযান সম্পন্ন করবে। ওই বছরের ডিসেম্বরে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে পৌঁছবে বলে ইসরো জানিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া একসঙ্গে ৩৭টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছে ভারত। ইনডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একসঙ্গে ৮২ স্যাটেলাইট পাঠাবে ইসরো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ