Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

৩ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি গঠন

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ৬:১২ পিএম

ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুর মহানগরীর ধীরশ্রম এলাকায় বৃহস্পতিবার জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে আসা রিলিফ ট্রেনের সাহায্যে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার পর পৌনে তিনটার দিকে ওই রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো: রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা যাচ্ছিল। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুর মহানগরের ধীরাশ্রম স্টেশন এলাকায় পৌঁছে। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য জামালপুর কমিউটার ট্রেনকে ওই স্টেশনের ১নং লাইনে প্রবেশের সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটি ১নং লাইনে প্রবেশের জন্য স্টেশনের প্রায় ২শ’ গজ উত্তরে হোম সিগন্যাল এলাকা দিয়ে ক্রসিং পয়েন্ট অতিক্রম করছিল। এসময় ওই ট্রেনের ইঞ্জিনের দু’পাশের ৬টি চাকা হঠাৎ লাইনচ্যুত হলে চালক দক্ষতার সঙ্গে ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। এতে ট্রেনের যাত্রীরা আতংকিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান।

তিনি আরো জানান, টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইন থাকায় ঘটনার পর হতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা-রংপুরসহ বিভিন্ন রেলপথের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেনে রেলওয়ের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার কর্মীরা লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে ওই রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। উল্লেখ্য, প্রায় বছর খানেক আগে একই পয়েন্টে একই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ জানান, দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ