Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জোয়ারে দুর্ভোগ

বাসা বাড়ি মার্কেট দোকান-পাট সড়কে হাঁটু পানি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১২:০৬ এএম

জোয়ারে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর বিশাল এলাকা। সড়ক উপচে বাসা, বাড়ি, দোকানপাট, মার্কেট, হাসপাতালে হাঁটু সমান পানি। গতকাল বুধবার দিনে রাতে দুই দফা জোয়ারে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। নগরীর চকবাজার, ডিসি রোড, বাকলিয়া এলাকায় দেখা যায় সড়ক এবং অলিগলিতে হাঁটু থেকে থেকে কোমড় সমান পানি। পানির কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
বাসা বাড়ি দোকান পাটে পানি ঢুকে যাওযায় ঘরের আসবাবপত্র এবং দোকানপাটের মালামাল ভিজে যায়। মার্কেট, বিপণি কেন্দ্রের নিচতলায় পানি ঢোকায় নষ্ট হয় জিনিসপত্র। লকডাউনের পর দোকান পাট খোলার প্রথম দিনেই এমন বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। দিনভর দোকানের পানি এবং ময়লা-আবর্জনা সরাতেই ব্যস্ত থাকেন তারা। জোয়ারের সাথে নালা-নর্দমা থেকে উঠো আসা ময়লা-আবর্জনায় সয়লাব হয় পুরো এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার বাসিন্দারা।
পানি থেকে রক্ষা পেতে অনেকে শিশুদের নিয়ে খাটের উপর আশ্রয় নেন। নিচতলার বাসিন্দাদের বাসা থেকে পানি সেচ করতে দেখা যায়। রান্নাবান্না বন্ধ হয়ে যায় অনেকের ঘরে। বহুতল ভবনের নিচতলার বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। একই অবস্থা নগরীর চান্দগাঁও, শুলকবহর, আগ্রাবাদ আবাসিক এলাকা, ছোটপুল, শান্তিবাগ, গুলবাগ, হালিশহর, গোসাইলডাঙ্গা, হাজীপাড়া, বেপারীপাড়া, মৌলভীপাড়া, মনসুরাবাদসহ নগরীর বিশাল এলাকায়। দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ এলাকাও জোয়ারে প্লাবিত হয়। গুদাম, আড়তে পানি উঠে নষ্ট হয় পণ্যসামগ্রী। আগ্রাবাদ এলাকায় বাসা বাড়িতে পানি উঠে যায়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচতলায় ছিল হাঁটু সমান পানি। এতে রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়। বৃষ্টিহীন রোদ ঝলমল দিনে প্রবল জোয়ারের পানিতে প্লাবিত হয় নগরীর বেশিরভাগ এলাকা।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১২ আগস্ট, ২০২১, ১:২০ এএম says : 0
    চট্টগ্রামের পানী জলবদ্ধতা সরজমিনে রিপোর্ট করলে অনেক কিছু প্রকাশীত হবে। জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বিশালাকার এলাকায় প্লাবন বন‍্যা সৃষ্টি হয়। এর জন্যে প্রয়োজন শহর রক্ষা মহাপরিকল্পনা দায়িত্ব নগর পিতার পরিবেশ বিজ্ঞানী নগর পরিকল্পনাবীদ উপযুক্ত কতৃপক্ষের দায়িত্বশীল সিদ্ধান্তের। গতকাল রাত দুটা হতে প্রচন্ড বৃষ্টি হয়েছে সকল পযর্ন্ত এই বৃষ্টির পানি কোথায় যাবেন? নালা বন্ধ চাকতাই হাল মুমুষ‍্য রোগীভরাট বিভিন্ন জায়গাই বাদ মারাত্মক কালো দুরগন্ধময় বিষাক্ত পানি রোগ জিবানুর ফ‍্যাক্টরী হালের পারের বাসিন্দারা ভুক্তভোগীরা জানেন। এই চাকতাই হাল উন্নয়ন ভবিষ্যতের জন‍্যে গভীরতা সার্বক্ষণিক পানির প্রবাহ স্রোত বিদ‍্যমান করার জন‍্যে প্রয়োজন নগর পরিকল্পনাবীদ দিয়ে ওয়াটার লেবেল পদ্ধতিতে বিশালাকার সিদ্ধান্ত মাষ্টার প্লান। করা প্রয়োজন। চট্টগ্রাম শহরের পানি বন‍্যা জলবদ্ধতা নিয়ে শহর কে বিভিন্ন জুনে ভাগ করেউপযুক্ত কতৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। নাছিরবাদ পাহাড়ি অঞ্চলের পানি বর্ষার সময় মুরাদপুর বিশ্ব রোড় দিয়ে সরাসরি বহদ্দার খাজা রোড়। বাড়াইপাড়া পৃর্বষোল শহর শুলকবহর বাদুরতলাচকবাজার ভয়াবহ বন‍্যা জলবদ্ধতার সৃষ্টি হয়। যদি চাকতিই হালের গভীরতা পানি নিস্কাশনের স্রোত গতি বিশেষজ্ঞের নিয়ে পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী কাজ করা য়ায় চট্টগ্রাম বন‍্যা ও জলবদ্ধতা মুক্ত হবে। এইসবের দায়িত্ব কার নিশ্চিত রুপে বলা যায় নগর পিতার। নগরীর দায়িত্বশীল মানুষের। শুধু পরিকল্পনা প্রয়োজন। বিশ্ব জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জীবন জীবিকার প্রয়োজন ভবিষ্যত প্রজর্মের জন‍্য আমাদের নগর পরিকল্পনাবীদ পরিবেশ বিজ্ঞানী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ গুলো বাংলাদেশের অর্থনীতির লাইপ লাইন বানিজ‍্য নগরী চট্টগ্রাম কে বাচান।মহাপরিকল্পনা করুন। রাষ্ট্রের নির্বাহী প্রধান কে চট্টগ্রাম শহর রক্ষা বাদ ও বন‍্যা জলবদ্ধতা মুক্ত সুশৃঙ্খল বন্দরনগরীর মাষ্টার প্লান দিন। ঐক্যবদ্ধ ভাবে নাগরিক সমাজ নগর পিতাকে সহযোগিতার মাধ্যমে এই বিশালাকার সমাস‍্যার সমাদান হবে। বার বার চট্টগ্রামের বানিজ‍্য নগরী শিরোনাম হচ্ছে বন‍্যার চাকতাই দেশের শিষ্য ব‍্যবসায়ী প্রতিষ্টানের শত শত কোটি টাকার মালামাল বন‍্যাও জলবদ্ধতার কারণে নষ্টের কারণে অর্থনীতি মারাত্মক খতি হচ্ছে। জরুরী নগর পরিকল্পনা মানচিত্র মাষ্টার প্লান তৈরী করুন। চট্টগ্রামের মাননীয় মেয়র অত্যন্ত মেধা যোগ্য বিচক্ষন দায়িত্বশীল সৎ মানুষ নিশ্চিতরূপে বলতে পারি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার মাধ্যমে চট্টগ্রামের দুর্ভাগ্যজনক পরিস্থিতি সমাদান হবে। নাগরিক অধিকার নিয়ে আমাদের সবাই কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারলেই চট্টগ্রাম প্রাচ‍্যের রাজধানী হবেই। ইনশাআল্লাহ। (জনস্বার্থে)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ