বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে রাস্তায় বিভিন্ন খানা খন্দক ও বিআরটিএ প্রকল্পের ধীর গতির কারণে যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং জন দুর্ভোগ বেড়েই চলেছে। টঙ্গী হোসেন মার্কেট থেকে টঙ্গী ব্রীজ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় খানা খন্দকে ভরা। অপরিকল্পিত ভাবে বিআরটিএ কাজের কারণে এ দুরাবস্থার সৃষ্টি হয়েছে বলেছে একাধিক অভিযোগ রয়েছে।
বুধবার সরকার ঘোষিত লকডাউনের মেয়াদ শেষ হবার পর যানবাহন চলাচল শুরু হলে টঙ্গীতে রাস্তায় বিভিন্ন জায়গায় খানা খন্দকের কারণে যানবাহন চলাচলে ধীর গতি পরিলক্ষিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা মুখি মানুষ চরম দুর্ভোগে পড়ে।
টঙ্গীর চেরাগ আলীতে বসবাসরত নুরুল ইসলাম নামে এক বাসিন্দা জানান, বিপি ১২২ নং পিলারের পশ্চিম পাশে রাস্তায় যে পরিমাণ খানা খন্দকের সৃষ্টি হয়েছে এতে ভারি যানবাহন চলাচলের সময় আশে পাশের ভবনে যে পরিমাণ ঝাঁকুনির সৃষ্টি হয় তাতে তারা সব সময় আতংকে থাকেন।
লকডাউনের সময় যদি বিআরটিএ তাদের কাজ অব্যাহত রাখত তাহলে হয়ত এখন মানুষকে এতটা দুর্ভোগ পোহাতে হতো না।
মূলত অপরিকল্পিত ভাবে কাজ করার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে যানবাহনে আসা ঢাকামুখি মানুষ গুলো টঙ্গীতে চরম যানজটের কবলে পড়ছে। বুধবার সকাল থেকে সারাদিন টঙ্গীর চেরাগ আলী থেকে টঙ্গী ব্রীজ পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলতে দেখা যায়।
গাজীপুর সিটি মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম নগরবাসীকে বিশেষ করে ব্যস্ততম নগরী টঙ্গীকে যানজট মুক্ত রাখতে একাধিকবার বিআরটিএ প্রকল্পের দায়িত্ব প্রাপ্তদের সাথে কথা বলেন এবং এই প্রকল্প সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান করেন। একাধিকবার এই প্রকল্পের মেয়াদ ও প্রকল্প ব্যয় বাড়ানো হলেও কবে নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে তা কেউ বলতে পারছেন না।
গাজীপুর মহানগরীর পুলিশের টঙ্গীতে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের টি আই শাহাদাৎ হেসেন জানান, রাস্তায় বিআরটিএ প্রকল্পের কাজ চলার কারণে যানবাহন ধীর গতিতে চলছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।
একাধিক সূত্র জানায়, কেবল মাত্র বিআরটিএ প্রকল্প তাদের কাজের ধীর গতির কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।