Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক মহড়ার মাধ্যমে সম্পর্ক গভীর করার বার্তা চীন-রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২১, ৩:৪৮ পিএম

বেইজিং এবং মস্কোর মধ্যে সম্পর্ক গভীর করার সর্বশেষ প্রদর্শনীতে, চীনা এবং রাশিয়ান সৈন্যরা পাঁচ দিনের সামরিক মহড়া শুরু করেছে। গত সোমবার থেকে উত্তর -পশ্চিম চীনে এই মহড়া শুরু হয়।

চীনের উত্তর-মধ্যাঞ্চলীয় নিংজিয়া অঞ্চলে এটি অনুষ্ঠিত হচ্ছে। মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ নিয়ে বেইজিং ও মস্কোর সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই এই মহড়া আয়োজিত হচ্ছে। সিবু/কোঅপারেশন-২০২১ নামের মহড়াটি সোমবার শুরু হয়েছে এবং চলবে শুক্রবার পর্যন্ত। এতে পদাতিক ও বিমানবাহিনীর দশ হাজারের বেশি সেনা অংশগ্রহণ করছে।

রুশ সেনাবাহিনী জানিয়েছে, মহড়ায় অংশ নিতে তারা এসইউ-৩০এসএম যুদ্ধবিমান, মোটরাইজড রাইফেল ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনে পাঠিয়েছে। এই মহড়ায় রাশিয়ার সেনারা ২০০৫ সালের পরে এই প্রথমবারের মতো চীনা অস্ত্র ব্যবহার করবে। দেশ দুটি সর্বশেষ ওই সময়েই যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল।

চীন ও রাশিয়ার কর্মকর্তারা বলছেন, এই মহড়ার লক্ষ্য হলো যৌথ সন্ত্রাসদমন অভিযানের গভীরতা বাড়ানো এবং যৌথভাবে আন্তর্জাতিক সুরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার দৃঢ়তা প্রদর্শন। চীনের রাষ্টীয় বার্তা সংস্থা সিনহুয়া’র খবরে বলা হয়েছে, এতে চীন ও রাশিয়ার বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব সমন্বয়ের নতুন উচ্চতার প্রতিফলন।

নিংজিয়া অঞ্চলটির সঙ্গে জিনজিয়াংয়ের সীমান্ত রয়েছে। জিনজিয়াংয়ে চীনের বিরুদ্ধে দশ লাখের বেশি উইঘুর মুসলিমকে বন্দি শিবিরে রাখার অভিযোগ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পৃথকভাবে রাশিয়া মঙ্গলবার তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে আফগান সীমান্তে মহড়া চালিয়েছে। মস্কো জানিয়েছে, তারা তাজিকিস্তানে সামরিক ঘাঁটিতে অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। সূত্র : আরএফই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ