পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কাজী নজরুল ইসলাম রোড লালমাটিয়া মোহাম্মাদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম,এ) মাদরাসা এতিমখানা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সের উদ্যোগে সোমবার দৈনিক ইনকিলাবের প্রবীণ সাংবাদিক আব্দুর রহিমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে ঢাকা আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল প্রফেসর নূর মোহাম্মদ সাহেবের মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা, জমিয়াতুল মোদারের্ছীনের প্রতিষ্ঠাতা ও ইসলামী শিক্ষার অগ্রদূত মরহুম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের রূহের মাগফিরাত কামনা করা হয়। ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও ইনকিলাবের সাংবাদিক কর্মচারীদের নিরাপত্তা কামনা করে মাহফিলে দোয়া করা হয়। বর্তমানে দেশে করোনায় যে ভয়াবহতা বিরাজ করছে, তা হতে দেশবাসীদের মুক্তি কামনা করে মাদরাসার আবাসিক শিক্ষার্থীদেরকে নিয়ে খতমের মাধ্যমে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীরসাহেব। অবশেষে পীর সাহেব আগামী ১৯ আগষ্ট বৃহষ্পতিবার বাদ আছর থেকে উক্ত দরবার শরীফের মাসিক ও আশুরার মাহফিলে সকল ভক্তবৃন্দকে হাজির হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইসলামী আন্দোলন : জাতীয় দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আব্দুর রহিম-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য, জমিয়াতুল মোদারের্ছীনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেসালের সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। এক শোকবাণীতে তিনি বলেন, পেশাগত কারণে সাংবাদিক মুহাম্মদ আব্দুর রহিম-এর সঙ্গে বাংলাদেশের ইসলামী অঙ্গনের প্রায় সবারই সুসম্পর্ক ছিল। একজন পেশাদার সাংবাদিক হয়েও তিনি দেশের সকল ইসলামী শক্তির ঐক্য কামনা করতেন। তাঁর ইন্তেকালে দেশের ইসলামপন্থীগণ তাদের একজন নিষ্ঠাবান কল্যাণকামীকে হারালো। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সাথে মরহুমের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে মরহুমকে জান্নাতবাসী করুন এবং পরিবার পরিজনকে ধৈর্যধারণ করার তৌফিক দিন, আমীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।