Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতিম দরিদ্রদের সেবায় এগিয়ে আসুন আল্লামা জৈনপুরীর আহবান

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল কামিল মাদরাসার উদ্যোগে গত বুধবার জৈনপুরী দরবারের পৃষ্ঠপোষক আলাউদ্দীনের সাথে মাদরাসার পিতামাতাহীন এতিম ছাত্রী খাদিজা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দোয়া করেন বিবাহের এন্তেজামকারী বিশিষ্ট সমাজসেবক মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান, জৈনপুরী পীরসাহেব। কমপ্লেক্সের ঢাকা মহানগর সেক্রেটারি শেখ জহির আহমেদের ওকালতিতে এবং তেপান্তর গ্রুপের চেয়ারম্যান এইচ, এম, এরশাদুল্লাহ চৌধুরীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পীরজাদা সৈয়দ মিশকাতুর রহমানের মিলাদ পাঠে মাদরাসার শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পীরসাহেব বলেন, ইতঃপূর্বেও আমি মাদরাসার শতাধিক ছাত্রীকে পাত্রস্থ করেছি। তারই ধারাবাহিকতায় এ অসহায় এতিম ছাত্রীটি তাঁর মধ্যে একজন। আমি আশা করি বাংলাদেশের প্রতিটি বিত্তবান ও ধর্মগুরুরা যদি কমপক্ষে একটি করে এতিম মিসকিনকে পাত্রস্থ করত তাহলে কেউই সমাজে অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরত না বা পরের দ্বারস্থ হত না। তিনি দেশের সকল বিত্তবানকে এ ধরনের নেক কাজে শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে তিনি মাদরাসায় ভর্তিতে বিনা বেতনে থাকা ও খাওয়ার ব্যবস্থা করার ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লামা জৈনপুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ