Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী ও আলহাজ সাদেক খানকে জৈনপুরী দরবার শরীফের অভিনন্দন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


প্রেস বিজ্ঞপ্তি : ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী নিযুক্ত হওয়ায় এবং মো. সাদেক খাঁন ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় লালমাটিয়া মোহাম্মদপুরস্থ ঐতিহাসিক আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসা ও জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপ্লেক্সের পক্ষ থেকে অভিনন্দন ও দোয়া জানানো হয়।
গতকাল মাদরাসা ও খানকা শরীফে কমিটির সদস্য, শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ট্রাস্ট কর্তৃক পরিচালিত ট্রাস্ট ও গভনিং বডির চেয়ারম্যান এবং একমাত্র প্রতিষ্ঠাতা, হাদীয়ে বাঙ্গাল, আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব এবং মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কারী রওশন আরা নুরী, কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে অভিনন্দন জানান। জৈনপুরী পীর সাহেব বলেন, আমি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দোয়া করি যে তিনি আমাদের প্রিয় নেতা, জৈনপুরী দরবার শরীফের বিশিষ্ট ভক্ত, প্রসিদ্ধ সমাজ সেবক, মো. সাদেক খাঁনকে নমিনেশন দিয়ে এমপি হওয়ার সুযোগদানে আমাদের মনের আশা আকাংখা পুরণ করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কারী রওশন আরা নুরী বলেন, প্রধানমন্ত্রী ডা. দীপুমনি কে শিক্ষামন্ত্রী, ব্যারিস্টার চৌধুরী নওফেলকে উপমন্ত্রী এবং অত্র এলাকার কৃতি সন্তান ও জমিদার মো. সাদেক খাঁনকে সংসদ সদস্য হওয়ার জন্য নমিনেশন দেওয়ায় আমরা খুশি ও তার সুস্বাস্থ কামনা করি। আশা রাখি আমাদের এই মহিলা কামিল এম.এ মাদরাসার দিকে সকলেই সুদৃষ্টি রাখবেন। সর্বশেষ পীর সাহেব দেশ ও জাতীর সুখ শান্তি চেয়ে দোয়া করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলহাজ সাদেক খানকে জৈনপুরী দরবার শরীফের অভিনন্দন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ