Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ১০:৫২ পিএম

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ঘোষিত চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধি এবং সড়ক ও পরিবহন আইন অমান্য করায় ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) কাপাসিয়া বাজার ও আমরাইদ সহ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, সরকারের ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায়, অহেতুক গাড়ি নিয়ে ঘোরাঘুরি করায় ও স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারায় অনুযায়ী ৩ জনকে এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় অনুযায়ী ৮ জন সহ মোট ১১ জনকে ৬ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সকলকে মাস্ক পরিধানে এবং বিনা কারণে বাহির না হওয়ার জন্য সর্তক করা হয়েছে ।

এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মাসুদুল হাসান সৌরভ ও সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল চৌকস সদস্যবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ