মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে হামলা চালিয়ে বন্দুকধারী বিদ্রোহীরা অন্তত ৪০ জনকে হত্যা করেছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কয়েকটি গ্রামে বন্দুকধারীরা যা নড়তে দেখেছে তাতেই গুলি চালিয়েছে।
দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আইএসআইএল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয়।
স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা আসে। নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে ছিলেন। বাকিরা মসজিদে যাচ্ছিলেন।
কোনো গ্রুপ এখনও হামলার দায় স্বীকার করেনি। মালির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সুলেইমানি ডেমবেলে হামলার ঘটনা নিশ্চিত করা ছাড়া আর কিছু জানাননি।
দেশটির সেনাবাহিনী দুজন বিদ্রোহী নেতাকে গ্রেফতার করার দুই সপ্তাহ পরে এ হামলার ঘটনা ঘটল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।