মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ার রাজধানী মেগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ শতাধিক লোক। রোববার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।
বিস্ফোরণের স্থান পরিদর্শন করে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, নিহতদের মধ্যে রয়েছে- সন্তানদের কোলে নিয়ে থাকা মা, চিকিৎসা নিতে আসা বাবা, যেসব শিক্ষার্থীকে পড়াশোনা করতে পাঠানো হয়েছিল তারা এবং ব্যবসায়ী।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ, যদিও প্রেসিডেন্ট ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন।
আল শাবাব সাধারণত এমন হামলার দায় স্বীকার করা এড়িয়ে যায়; যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।
প্রথম বিস্ফোরণটি ঘটে শিক্ষা মন্ত্রণালয়ের কাছেই মেগাদিশুর ব্যস্ত জংশনে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় এবং লোকজন তাদের সাহায্য করে জড়ো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।