বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার কয়রায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনের ভাই লিটন হোসেন মোড়ল বাদী হয়ে কয়রা থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেনকে প্রতিপক্ষ কুপিয়ে জখম করে। এসময় গ্রামবাসী ধাওয়া করে লাল মিয়া নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার আসামীরা হচ্ছে, জেনারুল গাজী (২৫), লাল মিয়া (২২), মোজাফ্ফার (৩০), শরিফ জাগী (৩০), সিদ্দীক গাজী (২২), আসাদুল (২৩), ছাব্বির বিশ্বাস (৩০), মোস্তাফিজুর (৩২) ও সেবা হালদার (৩৫)।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলা গ্রহণের পর এখন তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।