বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার পেরিয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯৬ জনসহ এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১০৯ জন। মোট ১ লাখ ২৩ হাজার ২৩৮ টি নমুনা পরীক্ষায় উল্লেখিত সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। অন্যদিকে, আজ সোমবার ৩ টি মৃত্যুসহ করোনার প্রাদুর্ভাব শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ৬৪৯ জন। যা বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ। জেলায় গত ৯ জুলাই খুলনা জেলায় সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়।
খুলনার সিভিল সার্জন বলেন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, মূলত অসেচতনতা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি না মানার কারণে খুলনায় করোনার অধিক বিস্তার ঘটেছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় সংক্রমণ দ্রুত বেড়েছে। তবে গত কয়েক দিন ধরে খুলনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে। আজ সোমবার খুলনায় আক্রান্তের শতকরা হার ২২। গতকাল রোববার ছিল ২৭ শতাংশ, শনিবার ২১ শতাংশ ও শুক্রবার ২৫ শতাংশ। একই ভাবে গত ৪ দিনে খুলনায় প্রাণহানি ঘটেছে ২৩ জনের। গত জুলাই মাসে করোনার সংক্রমণ খুব বেড়ে গিয়েছিল। একদিনে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু রেকর্ড করা হয় ৯ জুলাই। গত বছর ১৩ এপ্রিল খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।