Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়ার অঙ্গীকার বিএনপি নেতা আমিনুলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৫:৩৮ পিএম

বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়, রাজপথে থেকেই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়ারও অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সোমবার (০৯ আগস্ট) বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর থানা কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

বিগত নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ও দারুসসালাম থানার সভাপতি এস এ সিদ্দিক সাজু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মহানগর উত্তর বিএনপির যে কমিটি ঘোষণা করেছেন, সেই কমিটির প্রতি একাত্মতা প্রকাশ করতে এবং আন্তরিকতা প্রকাশ করতে ঢাকা ১৪ আসনের বিএনপির নেতাকর্মীরা এসেছে। দল ঘোষিত যেকোন কর্মসূচি সফল করতে রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে প্রতিটি নেতাকর্মী পাশে থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর উত্তরের সদস্য ও শাহআলী থানার সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রওশন, মিরপুর থানার সাধারন সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, দারুসসালাম থানার সাধারণ সম্পাদক আরিফ মৃধা, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, দারুসসালাম থানার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ১২নং ওয়ার্ডের শহিদুর রহমান এনা, ১৩নং ওয়ার্ডের আনোয়ার সাদাত রনি, দারুসসালাম থানা যুবদলের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির, শাহআলী থানা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ, সদস্য সচিব রুস্তম, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন রিপন, শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ, সদস্য সচিব বিপ্লব, ৯নং ওয়ার্ড বিএনপির মো. ইকবাল হোসেন স্বপন, মো. বশির, মো. মোস্তফা বেপারী, ১০নং ওয়ার্ডের আবু বক্কর মাকসুদ, ১১নং ওয়ার্ডের আবুল বাঁশার, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল সভাপতি মো. আইয়ুব আলী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজীব সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রহমান প্রমুখ।

 



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিনুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ