বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মিরপুরের রুপনগর থানায় অবস্থিত চলন্তিকা ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক গতকাল শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এসময় পুড়ে যাওয়া বস্তিবাসী অনেকেই আমিনুল হককে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসী শফিকুল ইসলাম বলেন, প্রায় ৩০ হাজার ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, সারা জীবনের উপার্জনের সকল আসবাবপত্র পুড়ে শেষ, আমার নিজের ১০টি ঘর পুড়ে গেছে, প্রায় ৫০ জন আহত, ১ জন নিহত হয়েছে, এটা পরিকল্পিত আগুন লাগানো। ফারুক নামে আরেকজন বলেন, তারও ৭ টি ঘর পুড়ে ছাই, পরনের লুঙ্গি ছাড়া তার আর কিছুই নেই বলে বুক চাপড়ে কান্না শুরু করেন। এ অন্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদেরকে স্বান্তনা দিয়ে আমিনুল হক বলেন, হাজার হাজার মানুষের এই অমানবিক দৃশ্য সহ্য করার মত নয়। সবার আগে তাদের খোলা আকাশের নিচে থেকে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্হা করতে হবে। সর্বোপরি আগুন লাগার তদন্ত করতে হবে। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান হাজার হাজার বস্তিবাসীর এই মর্মান্তিক পরিস্থিতিতে গভীর সমবেদনা জানিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার ও সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। এসময় স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।