Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাইলট পরিবর্তন, প্রধানমন্ত্রীকে আনতে যাচ্ছেন ক্যাপ্টেন আমিনুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৯, ১১:৫২ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবের নির্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদকে ভিভিআইপি ফ্লাইট থেকে প্রত্যাহার করে তার পরিবর্তে পাঠানো হচ্ছে ক্যাপ্টেন আমিনুলকে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টা ৫মিনিটে বিমানের দোহাগামী নিয়মিত ফ্লাইটে (বিজি-০২৫) তার ঢাকা ত্যাগ করার কথা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, ‘এ ঘটনার পর ক্যাপ্টেন ফজল মাহমুদ স্বাভাবিকভাবে ফ্লাইট অপারেশনের দায়িত্ব পালন করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। তাই তার পরিবর্তে আরেকজন ক্যাপ্টেনকে পাঠানো হচ্ছে।’

ফ্লাইট অপারেশন বিভাগের ডেপুটি চিফ অব ট্রেনিং আনিছ আহমেদ বলেন, ফজল মাহমুদের পাসপোর্টটি বহন করতে রিজেন্ট এয়াওয়েজকে চিঠি দিতে হয়েছে। এ বিষয়ে মন্ত্রণলয় সার্বক্ষণিক তৎপর ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় রিজেন্ট এয়ারওয়েজের দোহাগামী ফ্লাইট পাসপোর্টটি নিয়ে যায়।

জানা গেছে, বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বুধবার রাতে ঢাকা থেকে বোয়িং ৭৮৭ মডেলের একটি ড্রিমলাইনার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। তিনি পাসপোর্ট ছাড়াই কাতার যান। পরে কাতার ইমিগ্রেশনে ধরা পড়লে তাকে সেখানেই আটকে রাখা হয়।

ফজল মাহমুদ কাতার ইমিগ্রেশনকে জানান, তার পাসপোর্ট বিমানের ফ্লাইট অপারেশন রুমের লকারে। পরে বিমানের নিরাপত্তা মহাব্যবস্থাপকের কাছ থেকে চাবি নিয়ে ফজল মাহমুদের পাসপোর্ট উদ্ধার করেন বিমানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ মহাব্যবস্থাপক (জিএম সেন্ট্রাল কন্ট্রোল) আশরাফ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দেশে সরকারি সফরের অংশ হিসেবে বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছেন। ৮ জুন দোহা বিমানবন্দর হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে। তাকে বহন করতে বোয়িং ৭৮৭ মডেলের ড্রিমলাইনার বর্তমানে কাতার অবস্থান করছে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৭ জুন, ২০১৯, ৬:২৪ পিএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রীর নিরাপত্তার নিয়োজিত কর্মকর্তারা কি জবাব দেবেন কি। রাষ্ট্রের নিরাপত্তাই নিয়োজিত এমিগ্রেশন পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তারা কি জবাব আছে আপনাদের। আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের কি ভিষণ ভাবমুক্তি খতিগ্রস্হ হলো। প্রথমে আমাদের জানার দরকার প্রধান মন্ত্রীর নিরাপত্তা সদস্য গন বিমানের পাইলট বা বিমানের কর্মকর্তা দের প্রয়োজনীয় চেকআপ করেন কিনা? মানুষিক শারীরিক গতিবিধি পরিক্ষা করার দায়িত্ব্য কাদের। কেন বার বার প্রধান মন্ত্রীর বিমানের এই অনাকাঙ্ক্ষিত সংবাদ প্রকাশ পায়। এটি কিসের আলামত আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের নানান নিলনকশা মাঝে আমার মা জননী। বিশ্ব মানবতার মা। এই গরিব দেশটী উন্নয়নশীল দেশের কাতারে নিয়েছেন। বহিবিশ্বে শক্ররতো অভাব নেই। সমস্ত ষড়যন্ত্র কারীরা রাজনৈতিক ভাবে পরাজিত। আর পরাজিত শক্ররা বসে থাকেন না। বঙ্গবন্ধুর শেষ সম্পদ কোটি কোটি সাধারণ মানুষের দোয়া নিয়ে এগিয়েছেন। আগামীর ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। আমরা প্রধান নিরাপত্তার বালু পরিমান ভুলের ক্ষমা নয়। উপযুক্ত শাস্তি চায়। দেশ ও জাতির স্বাস্বে। আল্লাহ আমাদের সহায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ