গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৩ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ আরও এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রোববার (৮ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলগামী তার্কিস এয়ারলাইন্সের যাত্রী হাবিবুর রহমানের কাছ থেকে ওই মুদ্রাগুলো জব্দ করা হয়। তার বিরুদ্ধে কাস্টমস ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুল্ক গােয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইস্তাম্বুলগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছিল। ধারণা করা হচ্ছে আজকের আটককৃত মুদ্রার পাচারকারীর সঙ্গে এর যোগসাজশ থাকতে পারে।
প্রসঙ্গত, আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত প্রতি ট্রিপে পাঁচ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রা দেশের বাইরে নেওয়া যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।