বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার শিকলবাহায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মারুফ (৫০) বরিশাল জেলার মো. আব্দুল বারেকের পুত্র। তিনি নিমার্ণ শ্রমিকের ঠিকাদার হিসেবে কাজ করতেন । তার বাসা নগরীর আগ্রাবাদ এলাকায়। পুলিশ জানিয়েছে
পটিয়ার জিরি এলাকার একটি মসজিদ নির্মাণের ঠিকাদারি কাজ করতেন মারুফ। সকালে বাসা থেকে মোটর সাইকেলে করে পটিয়া জিরি যাওয়ার পথে শিকলবাহায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেলে থাকা মারুফ। পরে কর্ণফুলী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।