Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ৭:০৮ পিএম

সমবেত লালকার্ড প্রদর্শন ও বাঁশি বাজিয়ে সিআরবি এলাকায় ইউনাইটেড হাসপাতাল প্রকল্প নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে সিআরবি রক্ষা মঞ্চ। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে রোববার বিকেলে সিআরবি সাত রাস্তার মোড়ে এ লালকার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। এ সময় মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমান বলেন, আজ লালকার্ড দেখাচ্ছি। কারণ সিআরবিতে হাসপাতাল নির্মাণ বেআইনী, অসাংবিধানিক, প্রাণ-প্রকৃতি ধ্বংসকারী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। এতে বক্তব্য রাখেন মঞ্চের সহ সমন্বয়ক রাজা মিঞা, গণসংহতির সমন্বয়কারী হাসান মারুফ রুমি। সমাবেশ থেকে সোমবার বিকাল ৪ টায় সাইকেল র‌্যালি সফল করার আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিআরবি

৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ