Inqilab Logo

শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ০১ রবিউল সানী ১৪৪৬ হিজরী

‘সিআরবিতে হাসপাতাল হবে না’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

নাগরিক সমাজ চট্টগ্রামের সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিআরবিতে হাসপাতাল হবে না’ এই ঘোষণার অপেক্ষায় রয়েছে চট্টগ্রামবাসী। এর বিকল্প কোনকিছু মেনে নেয়া হবে না। তারা বলেন, শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গা আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াবে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ।
গতকাল বুধবার সিআরবি সাত রাস্তার মাথায় নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বৃষ্টিপাত উপেক্ষা করে সমাবেশের চলে গান-আবৃত্তি ও কথামালা। সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কবি হোসাইন কবির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিআরবি

৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ