পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এবং বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা কমিটি। সমাবেশ থেকে অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গতকাল শনিবার বিকেলে সিআরবির শিরিষতলায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আব্দুল নবী। এতে বক্তারা বলেন, চারমাস ধরে এই দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর দাবির প্রতি কোনো সম্মান প্রদর্শন করা হচ্ছে না। সরকার কানে দিয়ে তুলা, পিঠে বেঁধেছি কুলা-নীতি অবলম্বন করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।