Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআরবিতে হাসপাতাল চ‚ড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী : চট্টগ্রামে রেলমন্ত্রী সুজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ এএম

সিআরবিতে সরকারি বেসরকারি যৌথ মালিকানায় হাসপাতাল নির্মাণে লিখিত আপত্তি পেয়েছেন জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত দেওয়ার জন্য তো তিনি সর্বোচ্চ গার্ডিয়ান। উনি সর্বশেষ যে সিদ্ধান্ত দেবেন সেটা সবার জন্য শিরোধার্য। প্রাথমিক অবস্থায় আমরা খতিয়ে দেখব এরপর প্রধানমন্ত্রী তো উপরে আছেনই। গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। সিআরবিতে হাসপাতাল প্রকল্প নিয়ে আন্দোলন চলছে, সরকারের সিদ্ধান্ত কী? এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এটাকে যতটা গুরুত্ব দিয়ে বা যেভাবে আপনারা তুলে ধরছেন কিংবা যা হচ্ছে, এটা আমার মনে হয় অতটা করার কোনো অর্থ নেই। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা চট্টগ্রামের মানুষ যদি কোনো স্থাপনা না চান সেটা আমাদের জোর করে চাপিয়ে দেয়ার তো কোনো প্রয়োজন নেই। আর এটা তথ্যগত কোনো ভুল হচ্ছে কি না সেটাও একটু খতিয়ে দেখা দরকার। যে কথাগুলো বলে অভিযোগ দিয়ে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, সেটার ভিত্তি কতটুকু। সেটুকু আমাদের যাচাই বাছাই করার জন্য সময় দিতে হবে।
যাচাই বাছাই চলছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কয়েকদিন পূর্বে আমরা একটা অভিযোগ পেয়েছি। আন্দোলন তার পূর্বেই শুরু হয়েছে। তার পূর্বেই পেপার পত্রিকায় সেখানে দেখতেছি। কিন্তু কী নিয়ে আন্দোলন তা আনুষ্ঠানিকভাবেও রেলের কাছে কোনো দরখাস্ত করেনি।
উনারা দরখাস্ত বা অভিযোগ দেয়ার পরেও যদি জোর করে কিছু হয় তখন না আন্দোলনের প্রশ্ন আসবে।শহীদের কবরের স্থানে হাসপাতাল নির্মাণ প্রকল্প বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, আমি তো সে বিতর্কে যেতে চাইছি না। বলছি যে, অভিযোগ আনুষ্ঠানিকভাবে পাইনি। যখন বলা হয়েছে অভিযোগ কী সেটা বলেন। সে অভিযোগ আনুষ্ঠানিকভাবে গতকালকে বোধহয় আমরা পেয়েছি। এখন সেটা বিবেচনা করব।
তিনি বলেন, ২০১৩-১৪ সাল থেকে এটার প্রক্রিয়া চলছে। তখন কিন্তু কেউ আপত্তি তোলেনি। এটা যখন বাস্তবায়ন পর্যায়ে আসলো তখনই আপত্তি আসছে। আপত্তিগুলোর কারণ তো আমাদের আগে জানাবে। আর এটা তো একটা হাসপাতাল হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে।
সিআরবি রক্ষার দাবিতে দৌড় প্রতিযোগিতা
এদিকে, সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বাতিল করে চট্টগ্রামের ফুসফুস খ্যাত ওই এলাকার প্রাণ-প্রকৃতি বাঁচানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ আর বিক্ষোভের পাশাপাশি নানা ব্যতিক্রমি কর্মসূচি পালিত হচ্ছে। সিআরবি সুরক্ষার দাবিতে গতকাল শুক্রবার অনুষ্টিত হয় দৌড় প্রতিযোগিতা। ‘চট্টলা রানার্স’ নামে একটি সংগঠন ১০ কিলোমিটার এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল সাড়ে ৬টায় নগরীর সিআরবির শিরীষতলা থেকে শুরু হয় প্রতিযোগিতা। সেখান থেকে এম এ আজিজ স্টেডিয়াম, রেডিসন বøু, লালখান বাজার মোড়, টাইগার পাস মোড় হয়ে আবার সিআরবি পর্যন্ত মোট চারটি ল্যাপে শেষ হয় ১০ কিলোমিটারের এ দৌড়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে চট্টগ্রামের মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। এতে উন্মুক্ত বিভাগে প্রথম হয়েছেন শেখ নাহিদ উদ্দীন। দ্বিতীয় হয়েছেন হাসনাত সুমন, তৃতীয় হয়েছেন হানিফ ভূঁইয়া। সিনিয়র সিটিজেনের মধ্যে প্রথম হয়েছেন আনিসুর রহমান, দ্বিতীয় হয়েছেন আলী হোসাইন এবং তৃতীয় হয়েছেন প্রদীপ দেব।
দুই ক্যাটাগরিতে ৩ জন করে ৬ জনকে ক্রেস্ট দেওয়া হয়। প্রথম ১০ জনকে দেওয়া হয় সম্মাননা। এছাড়া নির্ধারিত ১০০ মিনিটের মধ্যে শেষ করা প্রত্যেক প্রতিযোগীকে মেডেল দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন, চট্টলা রানার্সের অ্যাডমিন নৃপেন চৌধুরী, মজিবুর রহমান মনি।
এদিকে বিকেলে সিআরবি সাত রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ থেকে বক্তাগণ অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবি জানান। নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিআরবি

৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ