Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় আজ করোনা ভ্যাকসিন নিলেন ৫৪ হাজার ৭১০ জন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১০:৪৯ পিএম

খুলনা জেলায় আজ শনিবার (৭ আগস্ট) ৫৪ হাজার ৭১৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ২৯ হাজার ৬৩৫ এবং মহিলা ২৫ হাজার ৭৮ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২৩ হাজার ৮৭৮ জন এবং নয় উপজেলায় মোট ৩০ হাজার ৮৩৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিন হাজার ২৫৫ জন, বটিয়াঘাটায় দুই হাজার ৫৭৯, দিঘলিয়ায় তিন হাজার ৮১৫ জন, ডুমুরিয়ায় আট হাজার ৬৮২ জন, ফুলতলায় দুই হাজার ৬৭৬ জন, কয়রায় তিন হাজার ৮৯৭ জন, পাইকগাছায় এক হাজার ৫১৯ জন, রূপসায় দুই হাজার ৯১২ জন এবং তেরখাদায় এক হাজার পাঁচশ' জন টিকা গ্রহণ করেছেন।

এদিকে আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০৭ জন, সদর হাসপাতালে ২৩৩ জন এবং কয়রায় ৭৪৯ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ