পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী

ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩০টি অ্যাম্বুলেন্স গতকাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এগুলো ঢাকা নেয়া হবে।
এর আগে গত ২১ মার্চ ভারত সরকারের উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি দেশে পৌঁছায়। সকল অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরের শেষে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশ্বস্ত করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
জানা যায়, অ্যাম্বুলেন্সের আমদানিকারক দ্য ভারতীয় হাইকমিশনার। বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করবে সিঅ্যান্ডএফ এজেন্ট জেডআর করপোরেশন। প্রতিটি অ্যাম্বুলেন্স ভারতীয় মূল্য ১৭ লক্ষ ১৭ হাজার ২০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২০ লক্ষ ২০ হাজার ২০০ টাকা। তবে এ অ্যাম্বুলেন্সগুলো শুল্কমুক্ত সুবিধায় বন্দর থেকে ছাড় করা হবে।
বেনাপোল সিঅ্যানডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ইতোমধ্যে অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছে গেছে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, ভারতের দেয়া ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। কাস্টমস কাগজপত্রের কাজ শেষ করতে তিন দিন সময় লাগবে। সেগুলো যাতে দ্রুত ছাড়া হয়, সে ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। আনুষ্ঠানিকতা শেষে এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।