Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বৃদ্ধাকে দু’বার ভ্যাকসিন দেয়ার অভিযোগ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৬:৩৩ পিএম

খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকার বাসিন্দা বৃদ্ধা জহুরা বেগমকে (৭৩) আজ শনিবার দু বার করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুর সাড়ে ১১টার দিকে তার বাড়ির পাশে হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাদান কেন্দ্রে তাকে ২ বার ভ্যাকসিন দেওয়া হয়।

শনিবার দুপুরে জহুরা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি ভ্যাকসিন নিতে গেলে প্রথমে সোবহানের বউ (টিকাদানকারী) আমার বাম হাতে টিকা দেয়। চলে আসার সময় আমার পরিচিত রুবেল নামে এক যুবক ডাক দিয়ে চেয়ারে বসায়। এরপর আরেকজন টিকাদানকারী আমাকে আবার টিকা পুশ করে। আমি জানতাম না একদিনে টিকা ২টা দেয় নাকি ১টা দেয়।’ তিনি আরো বলেন, ‘টিকাদান কক্ষ থেকে বেরিয়ে ২ বার টিকা দেয়ার বিষয়টি সোবহান, কালাম মোল্লা ও মসজিদের হুজুরকে জানাই। হুজুর শামীম নামে একজনকে ফোন করে জানায়। হুজুর আমাকে বলে কাউকে বলবেন না, আমরা সব ঠিক করে দেব।’

জহুরা বেগম ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা এবং মরহুম মুনসুর খাঁর স্ত্রী। তার ছেলে রফিক খাঁ খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি শাখার গার্বেজ ট্রাক চালক। রফিক খাঁ জানান, তার মাকে দুইবার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুল্লাহ বলেন, তিনি বিষয়টি শোনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারকে খোঁজখবর নিতে বলেছেন।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নিয়ে দেখছেন সত্যতা আছে কিনা। টিকা গ্রহীতা, ওয়ার্ড কাউন্সিলর, টিকাদানকারী ও সুপারভাইজারের সাথে তিনি কথা বলবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ