বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে এক লাখের বেশি করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গতকাল শনিবার সকালে টঙ্গীর বোর্ড বাজার এলাকায় স্থানীয় একটি স্কুল মাঠে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সিটি এলাকায় ৫৭টি ওয়ার্ডের ১৭১টি কেন্দ্রে একযোগে সকাল ৯টা থেকে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত ১ লাখের বেশি টিকা দেয়া হবে। পর্যায় ক্রমে এই সংখ্যা আরো বাড়ানো হবে। সিটি এলাকায় কোন নাগরিক ভ্যাকসিনের আওতার বাইরে থাকবে না এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলর ও সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।