মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব আমিরাতের দুবাইয়ে সর্বাধুনিক প্রযুক্তির অনন্য সমন্বয়ে গড়ে তোলা দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্যের স্থাপত্য এবং আরবি ক্যালিগ্রাফিতে অলঙ্কৃত ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’ আনুষ্ঠানিকভাবে খোলার তারিখ এখনো প্রকাশ করা না হলেও তার আগেই বিশ্বের সবচেয়ে ১৪টি সুন্দর জাদুঘরের মধ্যে দুবাইয়ের ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’ স্থান করে নিয়েছে। এ তালিকাটি তৈরি করেছে ন্যাশনাল জিউগ্রাফিক ম্যাগাজিন। তারা বলেছে, আকর্ষণীয় ডিজাইনেই এ তালিকায় স্থান পেয়েছে ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’। ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং দুবাই ফিউচার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল গেরগাবি বলেছেন, ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’কে একটি প্রধান বিশ্ব আইকন হিসেবে নির্বাচন করা। এমনকি এটি সম্পন্ন হওয়ার আগেই উদ্ভাবন, নকশা এবং আরব আমিরাতের অগ্রণী মর্যাদা অর্জন করে।
দুবাই সৃজনশীলতার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উদার দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’ সম্পন্ন হওয়ার আগেই বিশ্বের সবচেয়ে সুন্দরতম জাদুঘর হিসেবে স্বীকৃত হয়েছে। আল গেরগাবি আরো বলেন, সম্পন্ন হলে জাদুঘরটি দর্শনার্থীদের ভবিষ্যতের এক ঝলক দেবে বলেও উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।