Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুমেক ল্যাবে ৩৭৫ নমুনা পরীক্ষায় ৯১ করোনা রোগী শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৯:৩৭ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৭ শতাংশ। আজ শুক্রবার (৬ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিলো ২৯ দশমিক ৭৯ শতাংশ ও বুধবার করোনা শনাক্তের হার ছিলো ২৫ শতাংশ।

তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে মোট ৩৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২৯৫ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ১৪ জন, সাতক্ষীরার ৩ জন ও পিরোজপুরের ২ জন শনাক্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ