গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-২ এর একটি দল গত বুধবার (৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর শাহবাগ থানা এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৭৪ ক্যান বিয়ার, ৭৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মদ ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন : মো. শাহিন মিয়া (৩২), মো. কাওসার (৩৬), মো. জিতু মিয়া (৫৫), মো. জালাল খান (৩৬), মো. নয়ন মিয়া (২০)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ রাজধানী ঢাকার শাহবাগ থানা এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৭৪ ক্যান বিয়ার, ৭৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মদ ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে দেশি-বিদেশি মদ ও বিয়ার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।