Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি–টুয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ: নেটিজেনদের শুভেচ্ছা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১:৪৪ পিএম

ওয়ানডে ও টেস্টের পর এবার টি–টুয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। বৈশ্বিক মহামারীর আতঙ্কের মধ্যে টাইগারদের এই জয় যেন পুরো দেশবাসীর জন্য এক পশলা আনন্দের বৃষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জয়ের নায়কদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে নেটিজেনরা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী দল অস্ট্রেলিয়া। টাইগারদের সংগৃহিত ১৩১ রানের জবাবে খেলতে নেমে অজিরা করে ১০৮ রান। পাঁচ ম্যাচের টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পায় মাহমুদুল্লাহ বাহিনী।

অভিনন্দন জানিয়ে অনিমেশ রায় লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। আজকের খেলা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে বোলিং খুব সুন্দর হয়েছে।’

এমডি মাজহারুল ইসলাম সাগর লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন বাংলাদেশ দলকে জয় দিয়ে সিরিজ শুরু করার জন্য। ইনশাআল্লাহ, এভাবে জয়ের দ্বারা অব্যহত থাকলে একদিন আমরা বিশ্বজয় করবো। এবার তো বলতে পারবেন না যে, শুধু জিম্বাবুয়ের সাথে জিতে।’

ব্যাটিং আরও ভালো করার পরামর্শ দিয়ে সাবিহা আক্তার লিখেন, ‘অভিনন্দন! আলহামদুলিল্লাহ্‌, বাংলাদেশ জিতেছে খুবই ভালো লাগলো। তবে ব্যাটিং আরও ভালো করতে হবে। দোয়া রইলো টাইগারদের জন্য, পরের ম্যাচে এভাবে যেনো জয়ের দ্বারা অব্যাহত থাকে।’

নবীন খেলোয়ার নাসুম আহমেদের প্রসংশা করে ফাহিমা মুনিয়া লিখে, ‘টি–টুয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ এখন অনেক স্টং হয়েছে, আজকের খেলা দেখে ভালোই লাগলো, বিশেষ করে নাসুম আহমেদের বোলিং অনেক সুন্দর ছিল।’

মারুফ এইচ রাকিন লিখেন, ‘প্রথমে ওয়ানডে। এরপর টেস্ট। সর্বশেষ টি-টোয়েন্টি। তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। কংগ্রাচুলেশন টিম বাংলাদেশ!’

শাখাওয়াত মিশু লিখেন, ‘দারুণ খেলেছে। খেলায় ধারাবাহিকতা থাকুন, জয়েও। শুভ কামনা টাইগারস।’

শারমিন সুমির প্রত্যাশা, ‘আলহামদুলিল্লাহ, অহংকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়! পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ আরও বেশি সক্ষমতা প্রদর্শন করবে আশা করি, ইনশাআল্লাহ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ