Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ৫:৫৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ গোহাটি পাড়ায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নিজ ঘরে বিদ্যুতের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। লিটন ওই মহল্লার মংলুর ছেলে ।

নিহত লিটনের ভাতিজা শাহারুল হোদা রিপন জানান, তিনি বিদ্যুৎতের মেইন লাইন বন্ধ না করেই নিজ ঘরে বাল্ব পরিবর্তন করছিলেন। সেখানেই তিনি বিদ্যুতায়িত হয়ে দীর্ঘক্ষণ ঝুঁলে থাকেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার শামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, কাউন্সিলর মোখলেসুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট লিটনকে দেখতে যান। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ