Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারী বর্ষণ ও জোয়ারের তোড়ে মেরিন ড্রাইভ সড়কে ভাঙ্গন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ৮:৪৯ পিএম

গত পাঁচ দিনের ভারী বর্ষণে কক্সবাজারে লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়ার পাশাপাশি মারাত্মক অবস্থা ধারণ করেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও। এমনকি সাগরের জোয়ারের তুড়ে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে দেশের গর্ব মেরিন ড্রাইভ সড়কেও। টেকনাফের সাব্রাং বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে বিস্তীর্ণ এলাকাজুড়ে এই ভাঙন দেখা গেছে। সোমবার ২ আগস্ট সরেজমিনে পরিদর্শন করে এই অবস্থা দেখা গেছে।

এদিকে হিমছড়ি এলাকায় ও এই ধরণের ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে গর্বের মেরিন ড্রাইভ সড়ক। তবে এই ভাঙ্গন রোধে সেনাবাহিনী জিও ব্যাগে বালু ভর্তি করে চেষ্টা চালালেও গত পাঁচ দিনের ভারী বর্ষণ ও জোয়ারের তুড়ে আবারো ক্ষতবিক্ষত হয়ে গেছে গর্বের মেরিন ড্রাইভ সড়ক। চেতন মহলের মতে জরুরী ভিত্তিতে এই ভাঙন সংস্কার করে মেরিন ড্রাইভ সড়ক রক্ষা করা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ