মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনা করলেই গ্রেফতারের শিকার হচ্ছেন এমপিরা। রোববারও দেশটির একটি ইসলামি দলের দুই এমপিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। দলের প্রধান সেইফিদ্দিন মাখলুফ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, মাহের জাইদ ও মোহাম্মদ আফেস নামের দুই এমপি প্রেসিডেন্ট সাইদের ক্ষমতা কুক্ষিগত করার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। তাদেরকে আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সেনাবাহিনী তদন্ত করবে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার ইয়াসি আয়ারি নামে এক নির্দলীয় এমপিকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের পার্লামেন্ট স্থগিত এবং প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বরখাস্ত করাকে ‘সামরিক অভ্যুত্থান’ বলে মন্তব্য করেছিলেন তিনি। অর্থনৈতিক মন্দা ও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার কারণ দেখিয়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সাইদ। পরে বিচার ও প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অভ্যুত্থান বলে বিরোধী দলগুলো নিন্দা জানিয়েছিল। তবে সাইদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।