মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি আগস্টেই যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়ায় নামবে দক্ষিণ কোরিয়া। জানা গেছে, চলতি মাসের শেষদিকে ওই মহড়ায় অংশ নেবে দেশ দুটি। আর ওই মহড়া নিয়ে নিজেদের অবস্থান প্রকাশ করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাজনৈতিক উপদেষ্টা কিম ইয়ো জং বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ায় যায় তবে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। এক ববৃতিতে কিম ইয়ো জং এও বলেন, আমাদের সরকার ও সামরিক বাহিনী ওয়াশিংটনের সাথে সিউলের মহড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কিম ইয়ো জংকে তার ভাই ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মানা হয়। কিম ইয়ো জং বলেন, স¤প্রতি দুই কোরিয়ার মধ্যে দীর্ঘ প্রায় এক বছর পর দ্বিপক্ষীয় যোগাযোগের জন্য স্থাপিত হটলাইন চালু হয়েছে। এর ফলে উভয় দেশের মধ্যে শিগগিরই সম্মেলন হচ্ছে বলে যে ধারণা করা হয় তা সঠিক নয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।