Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ভূমিকম্প থেকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল তুয়াল শহর থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ১২ কিলোমিটার (৭.৫ মাইল)। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রয়টার্স।


১৫ সেনা নিহত
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ১৫ সেনা সদস্য নিহত হয়েছেন। গত শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা। রোববার দেশটির মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীরা একটি সেনা সদস্যদের একটি মিশনে হামলা চালায়। এসময় ব্যাপক বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। হামলায় ১৫ সেনা সদস্য নিহত, ৭ জন আহত আর ৬ জন এখনো নিখোঁজ বলে জানিয়েছে তারা। আল-জাজিরা।


আফগান ত্যাগের নির্দেশ
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে সরকারী বাহিনীর সাথে তালেবান গোষ্ঠীর তীব্র লড়াই চলছে। গ্রাম, শহর সর্বত্র ছড়িয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় নাগরিকদের দেশটি ত্যাগের পরামর্শ দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার কাবুলে ইরানি দূতাবাস এক বিবৃতির মাধ্যমে নিজ দেশের নাগরিকদের এই পরামর্শ দেয়। বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেসব নাগরিক কাবুলের বাইরের জেলা ও শহরগুলোতে বসবাস বা ব্যবসা করছেন তারা অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করুন। ইরনা।


মাদাগাস্কারে আটক
ইনকিলাব ডেস্ক : মাদাগাস্কারের প্রেসিডেন্টকে হত্যার ব্যর্থ চেষ্টার অভিযোগে দেশটির উচ্চ পদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পাঁচ জন জেনারেল এবং বেশ কয়েক জন সক্রিয় পুলিশ কর্মকর্তা। এর মধ্য দিয়ে গত মাসের ব্যর্থ হত্যা চেষ্টার ঘটনায় ২১ জনকে তদন্তের আওতায় আনা হলো। মাদাগাস্কারে চলমান বিভিন্ন সংকটের মধ্যে একটি হলো প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনাকে হত্যার চেষ্টা। গত বছর করোনা মহামারি শুরুর পর থেকেই দেশটিতে লকডাউন চলছে। এছাড়া দক্ষিণাঞ্চলে চলছে দুর্ভিক্ষ পরিস্থিতি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ