পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী আব্দুল খালেক গতকাল শনিবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা ক্বারী আব্দুল খালেক-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
গতকাল রোববার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা ক্বারী আব্দুল খালেক দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলন রায়পুর থানা শাখা সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠায় ত্যাগ ও কোরবানি পেশ করে গেছেন। রাষ্ট্রীয়ভাবে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে হাতপাখা নিয়ে প্রতিদ্বন্ধিতা করে তৃতীয় স্থান অধিকার করেছেন। মহান রব্বুল আলামিন মাওলানা ক্বারী আব্দুল খালেকের সকল নেককাজ, ত্যাগ ও কোরবানী কবুল করে জান্নাতবাসী করুন এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মীদের সবর করার তৌফিক দান করুন, আমীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।