Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ওরা ভেবেছিল, আমি মরেই গেছি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

প্রেসিডেন্টের সরকারি বাসভবনে জনা পঞ্চাশ সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও মাঝ রাতে নিজের শোওয়ার ঘরে খুন হয়েছিলেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস। গত ৭ জুলাইয়ের সেই হামলায় গুরুতর আহত হন জোভেনেলের স্ত্রী মার্তিন মোইসও। চিকিৎসার জন্য দ্রুত তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মার্তিন। একটি প্রথম সারির আমেরিকান দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন, যে দুষ্কৃতীরা তাঁদের মারতে এসেছিল, তারা ভেবেছিল তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তাই তিনি প্রাণে বেঁচে যান। আমেরিকার হাসপাতালে মার্তিনকে সর্বক্ষণের জন্য ঘিরে থাকছেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে রয়েছেন তার কিছু আত্মীয়-পরিজনও। ওই দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে সে দিন রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন মার্তিন। তার স্বামীর জন্য এত নিরাপত্তা থাকার পরেও কী করে এত জন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের শোওয়ার ঘর পর্যন্ত পৌঁছতে পেরেছিল, সে কথা ভেবে বিস্মিত নিহত প্রেসিডেন্ট-পতœী। হাইতির পুলিশ ইতিমধ্যেই প্রেসিডেন্টের নিরাপত্তা সংস্থার প্রধানকে গ্রেফতার করেছে। তারা জানিয়েছে, গোটা ঘটনায় বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে। খুনিদেরও বিদেশ থেকেই আনা হয়েছিল। ইতিমধ্যেই কলম্বিয়ার কয়েক জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মার্তিন নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, ‘‘বন্দুকবাজেরা ঘরে ঢুকেই গুলি চালাতে শুরু করে। আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েছিলেন। আমিও রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি। আমার হাত আর কনুইয়ে গুলি লেগেছিল। মুখ দিয়ে এত রক্ত বেরোচ্ছিল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ওরা ভেবেছিল যে আমি বোধহয় মরে গিয়েছি। আমাকে ফেলে ওরা ঘরে তল্লাশি চালাতে থাকে।’’ দুষ্কৃতীরা কী নিয়ে গিয়েছে, তা জানেন না মার্তিন। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতি

২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ