Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১:৪৮ পিএম

আবারও ভূমধ্যসাগর থেকে অন্তত ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জার্মানির একটি এনজিও। সি-ওয়াচ নামের এনজিওটি গত শুক্রবার এ কথা জানায়। খবর রয়টার্সের।

সি-ওয়াচ জানায়, গত বৃহস্পতিবার রাতভর অভিযানে ভূমধ্যসাগর থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তারা এবং উদ্ধার হওয়াদের মধ্যে অনেকে আহত ছিলেন। আহতদের কয়েক জন গুরুতর ‘ফুয়েল বার্নের’ শিকার ছিলেন।

পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যাওয়ার পর তা কারও শরীরে লাগলে ‘ফুয়েল বার্ন’ হয়। যে ধরনের ডিঙ্গিগুলোতে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দেন, সেখানে প্রায়ই ক্যান লিক করে বা উল্টে পড়ে নৌকায় থাকা পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ