মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারও ভূমধ্যসাগর থেকে অন্তত ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জার্মানির একটি এনজিও। সি-ওয়াচ নামের এনজিওটি গত শুক্রবার এ কথা জানায়। খবর রয়টার্সের।
সি-ওয়াচ জানায়, গত বৃহস্পতিবার রাতভর অভিযানে ভূমধ্যসাগর থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তারা এবং উদ্ধার হওয়াদের মধ্যে অনেকে আহত ছিলেন। আহতদের কয়েক জন গুরুতর ‘ফুয়েল বার্নের’ শিকার ছিলেন।
পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যাওয়ার পর তা কারও শরীরে লাগলে ‘ফুয়েল বার্ন’ হয়। যে ধরনের ডিঙ্গিগুলোতে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দেন, সেখানে প্রায়ই ক্যান লিক করে বা উল্টে পড়ে নৌকায় থাকা পেট্রল সাগরের পানির সঙ্গে মিশে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।